WBSSC 2025 Bengali Mock Test Set-1

আজ আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ২০২৫ পরীক্ষার্থীদের জন্য Bengali Mock Test Set-1 নিয়ে এসেছি আশা করি আপনাদের ভাল লাগবে আমাদের কমেন্ট করে জানান আপনি কি বিষয়ের উপর আপনারা এই মক টেস্ট চান

WBSSC 2025 Bengali Model Questions

WBSSC 2025 Bengali Model Questions (30 Questions)

  1. ‘অশনি সংকেত’ গল্পের লেখক কে?
    ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়    খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়    গ) মানিক বন্দ্যোপাধ্যায়    ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    Show Answer
    খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. ‘সাহিত্যের কথা’ রচনা করেছেন—
    ক) রবীন্দ্রনাথ ঠাকুর    খ) প্রফুল্লচন্দ্র ঘোষ    গ) সুকুমার রায়    ঘ) জীবনানন্দ দাশ
    Show Answer
    খ) প্রফুল্লচন্দ্র ঘোষ
  3. ‘ঘর-বাহির’ কোন ধরনের সাহিত্যকর্ম?
    ক) নাটক    খ) কাব্য    গ) উপন্যাস    ঘ) প্রবন্ধ
    Show Answer
    গ) উপন্যাস
  4. ‘অর্জুন’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
    ক) সুকান্ত ভট্টাচার্য    খ) জীবনানন্দ দাশ    গ) মাইকেল মধুসূদন দত্ত    ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
    Show Answer
    ক) সুকান্ত ভট্টাচার্য
  5. ‘ধনধান্য পুষ্পভরা’ কোন ধরনের বাক্য?
    ক) সরল    খ) জটিল    গ) যৌগিক    ঘ) মিশ্র
    Show Answer
    ক) সরল
  6. ‘যত দোষ নন্দ ঘোষ’ এখানে নন্দ ঘোষ কার প্রতীক?
    ক) অপরাধী    খ) নির্দোষ    গ) দুষ্টু    ঘ) জ্ঞানী
    Show Answer
    খ) নির্দোষ
  7. জীবনানন্দ দাশ কাকে বলা হয়?
    ক) রোমান্টিক কবি    খ) আধুনিক কবি    গ) প্রকৃতি কবি    ঘ) প্রগতিশীল কবি
    Show Answer
    গ) প্রকৃতি কবি
  8. ‘মেঘ’ শব্দটি কোন লিঙ্গ?
    ক) স্ত্রীলিঙ্গ    খ) নপুংসক    গ) পুল্লিঙ্গ    ঘ) বিশেষ্য
    Show Answer
    গ) পুল্লিঙ্গ
  9. ‘অতিথি’ গল্পে অতিথির নাম কী?
    ক) নীলকান্ত    খ) প্রফুল্ল    গ) সুশীল    ঘ) রামচন্দ্র
    Show Answer
    খ) প্রফুল্ল
  10. বঙ্কিমচন্দ্র কোন ভাষা ব্যবহার করতেন?
    ক) চলিত    খ) সাধু    গ) আঞ্চলিক    ঘ) উভয়
    Show Answer
    খ) সাধু
  11. একই বাক্যে বিপরীতার্থক শব্দ থাকলে তাকে বলে—
    ক) অতিশয়োক্তি    খ) বিরোধাভাস    গ) উপমা    ঘ) রূপক
    Show Answer
    খ) বিরোধাভাস
  12. ‘আমার সোনার বাংলা’ গানটি রচিত হয়—
    ক) স্বাধীনতার সময়    খ) বঙ্গভঙ্গ আন্দোলন    গ) ভাষা আন্দোলন    ঘ) নোবেল প্রাপ্তির পর
    Show Answer
    খ) বঙ্গভঙ্গ আন্দোলন
  13. ‘অহল্যা’ কোন কাব্যের চরিত্র?
    ক) মহাভারত    খ) রামায়ণ    গ) গীতগোবিন্দ    ঘ) মেঘদূত
    Show Answer
    খ) রামায়ণ
  14. ‘অরণ্যদেব’ একটি—
    ক) উপন্যাস    খ) নাটক    গ) কমিক চরিত্র    ঘ) প্রবন্ধ
    Show Answer
    গ) কমিক চরিত্র
  15. রবীন্দ্রনাথ কোন সালে নোবেল পান?
    ক) ১৯১১    খ) ১৯১৩    গ) ১৯১৫    ঘ) ১৯২০
    Show Answer
    খ) ১৯১৩
  16. ‘শ্রীকান্ত’ এর লেখক কে?
    ক) বিভূতিভূষণ    খ) শরৎচন্দ্র    গ) তারাশঙ্কর    ঘ) জীবনানন্দ
    Show Answer
    খ) শরৎচন্দ্র
  17. ‘চোরাবালি’ কোন ধরনের শব্দ?
    ক) উপসর্গযুক্ত    খ) যৌগিক    গ) তৎসম    ঘ) তদ্ভব
    Show Answer
    খ) যৌগিক
  18. ‘পরশ পাথর’ এর পরিচালক কে?
    ক) ঋত্বিক ঘটক    খ) সত্যজিৎ রায়    গ) মৃণাল সেন    ঘ) গৌতম ঘোষ
    Show Answer
    খ) সত্যজিৎ রায়
  19. ‘হংস’ এর সমার্থক শব্দ—
    ক) বক    খ) রাজহংস    গ) চিল    ঘ) সারস
    Show Answer
    খ) রাজহংস
  20. ‘অপরাজিতা’ কবিতার কবি কে?
    ক) জীবনানন্দ    খ) সুকান্ত    গ) বুদ্ধদেব বসু    ঘ) সঞ্জীবচন্দ্র
    Show Answer
    ক) জীবনানন্দ
  21. ‘তৃষ্ণা’ কোন অর্থে ব্যবহৃত?
    ক) ক্ষুধা    খ) পিপাসা    গ) লোভ    ঘ) ব্যথা
    Show Answer
    গ) লোভ
  22. ‘পথের পাঁচালী’ প্রথম প্রকাশিত হয়—
    ক) ১৯২৯    খ) ১৯৩২    গ) ১৯৫১    ঘ) ১৯৫৫
    Show Answer
    খ) ১৯২৯
  23. ‘বাক্য’ এর সংজ্ঞা কতটি অংশে ভাগ?
    ক) ২    খ) ৩    গ) ৪    ঘ) ৫
    Show Answer
    ক) ২
  24. ‘তাহার কথা’ কে লিখেছেন?
    ক) রবীন্দ্রনাথ    খ) শরৎচন্দ্র    গ) তারাশঙ্কর    ঘ) বিভূতিভূষণ
    Show Answer
    খ) শরৎচন্দ্র
  25. ‘মেঘে ঢাকা তারা’ এর পরিচালক—
    ক) ঋত্বিক ঘটক    খ) সত্যজিৎ রায়    গ) তপন সিংহ    ঘ) গৌতম ঘোষ
    Show Answer
    ক) ঋত্বিক ঘটক
  26. ‘বিদায় অভিশাপ’ নাটকের রচয়িতা—
    ক) গিরিশচন্দ্র    খ) দীনবন্ধু মিত্র    গ) মধুসূদন দত্ত    ঘ) শরৎচন্দ্র
    Show Answer
    গ) মধুসূদন দত্ত
  27. ‘আকাশ প্রদীপ’ কোন ধরনের সাহিত্য?
    ক) কবিতা    খ) নাটক    গ) প্রবন্ধ    ঘ) উপন্যাস
    Show Answer
    ক) কবিতা
  28. ‘সোনার তরী’ কার কাব্য?
    ক) রবীন্দ্রনাথ    খ) জীবনানন্দ    গ) সুকান্ত    ঘ) মাইকেল
    Show Answer
    ক) রবীন্দ্রনাথ
  29. ‘প্রতিসরণ’ শব্দের অর্থ—
    ক) ফিরে আসা    খ) অগ্রসর হওয়া    গ) বাধা    ঘ) সহ্য করা
    Show Answer
    ক) ফিরে আসা
  30. ‘গীতাঞ্জলি’ গ্রন্থটি প্রকাশিত হয়—
    ক) ১৯০৯    খ) ১৯১০    গ) ১৯১২    ঘ) ১৯১৩
    Show Answer
    গ) ১৯১২

Leave a Reply