আজ আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ২০২৫ পরীক্ষার্থীদের জন্য Bengali Mock Test Set-1 নিয়ে এসেছি আশা করি আপনাদের ভাল লাগবে আমাদের কমেন্ট করে জানান আপনি কি বিষয়ের উপর আপনারা এই মক টেস্ট চান
WBSSC 2025 Bengali Model Questions (30 Questions)
-
‘অশনি সংকেত’ গল্পের লেখক কে?
ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গ) মানিক বন্দ্যোপাধ্যায় ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Show Answerখ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় -
‘সাহিত্যের কথা’ রচনা করেছেন—
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) প্রফুল্লচন্দ্র ঘোষ গ) সুকুমার রায় ঘ) জীবনানন্দ দাশ
Show Answerখ) প্রফুল্লচন্দ্র ঘোষ -
‘ঘর-বাহির’ কোন ধরনের সাহিত্যকর্ম?
ক) নাটক খ) কাব্য গ) উপন্যাস ঘ) প্রবন্ধ
Show Answerগ) উপন্যাস -
‘অর্জুন’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক) সুকান্ত ভট্টাচার্য খ) জীবনানন্দ দাশ গ) মাইকেল মধুসূদন দত্ত ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
Show Answerক) সুকান্ত ভট্টাচার্য -
‘ধনধান্য পুষ্পভরা’ কোন ধরনের বাক্য?
ক) সরল খ) জটিল গ) যৌগিক ঘ) মিশ্র
Show Answerক) সরল -
‘যত দোষ নন্দ ঘোষ’ এখানে নন্দ ঘোষ কার প্রতীক?
ক) অপরাধী খ) নির্দোষ গ) দুষ্টু ঘ) জ্ঞানী
Show Answerখ) নির্দোষ -
জীবনানন্দ দাশ কাকে বলা হয়?
ক) রোমান্টিক কবি খ) আধুনিক কবি গ) প্রকৃতি কবি ঘ) প্রগতিশীল কবি
Show Answerগ) প্রকৃতি কবি -
‘মেঘ’ শব্দটি কোন লিঙ্গ?
ক) স্ত্রীলিঙ্গ খ) নপুংসক গ) পুল্লিঙ্গ ঘ) বিশেষ্য
Show Answerগ) পুল্লিঙ্গ -
‘অতিথি’ গল্পে অতিথির নাম কী?
ক) নীলকান্ত খ) প্রফুল্ল গ) সুশীল ঘ) রামচন্দ্র
Show Answerখ) প্রফুল্ল -
বঙ্কিমচন্দ্র কোন ভাষা ব্যবহার করতেন?
ক) চলিত খ) সাধু গ) আঞ্চলিক ঘ) উভয়
Show Answerখ) সাধু -
একই বাক্যে বিপরীতার্থক শব্দ থাকলে তাকে বলে—
ক) অতিশয়োক্তি খ) বিরোধাভাস গ) উপমা ঘ) রূপক
Show Answerখ) বিরোধাভাস -
‘আমার সোনার বাংলা’ গানটি রচিত হয়—
ক) স্বাধীনতার সময় খ) বঙ্গভঙ্গ আন্দোলন গ) ভাষা আন্দোলন ঘ) নোবেল প্রাপ্তির পর
Show Answerখ) বঙ্গভঙ্গ আন্দোলন -
‘অহল্যা’ কোন কাব্যের চরিত্র?
ক) মহাভারত খ) রামায়ণ গ) গীতগোবিন্দ ঘ) মেঘদূত
Show Answerখ) রামায়ণ -
‘অরণ্যদেব’ একটি—
ক) উপন্যাস খ) নাটক গ) কমিক চরিত্র ঘ) প্রবন্ধ
Show Answerগ) কমিক চরিত্র -
রবীন্দ্রনাথ কোন সালে নোবেল পান?
ক) ১৯১১ খ) ১৯১৩ গ) ১৯১৫ ঘ) ১৯২০
Show Answerখ) ১৯১৩ -
‘শ্রীকান্ত’ এর লেখক কে?
ক) বিভূতিভূষণ খ) শরৎচন্দ্র গ) তারাশঙ্কর ঘ) জীবনানন্দ
Show Answerখ) শরৎচন্দ্র -
‘চোরাবালি’ কোন ধরনের শব্দ?
ক) উপসর্গযুক্ত খ) যৌগিক গ) তৎসম ঘ) তদ্ভব
Show Answerখ) যৌগিক -
‘পরশ পাথর’ এর পরিচালক কে?
ক) ঋত্বিক ঘটক খ) সত্যজিৎ রায় গ) মৃণাল সেন ঘ) গৌতম ঘোষ
Show Answerখ) সত্যজিৎ রায় -
‘হংস’ এর সমার্থক শব্দ—
ক) বক খ) রাজহংস গ) চিল ঘ) সারস
Show Answerখ) রাজহংস -
‘অপরাজিতা’ কবিতার কবি কে?
ক) জীবনানন্দ খ) সুকান্ত গ) বুদ্ধদেব বসু ঘ) সঞ্জীবচন্দ্র
Show Answerক) জীবনানন্দ -
‘তৃষ্ণা’ কোন অর্থে ব্যবহৃত?
ক) ক্ষুধা খ) পিপাসা গ) লোভ ঘ) ব্যথা
Show Answerগ) লোভ -
‘পথের পাঁচালী’ প্রথম প্রকাশিত হয়—
ক) ১৯২৯ খ) ১৯৩২ গ) ১৯৫১ ঘ) ১৯৫৫
Show Answerখ) ১৯২৯ -
‘বাক্য’ এর সংজ্ঞা কতটি অংশে ভাগ?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
Show Answerক) ২ -
‘তাহার কথা’ কে লিখেছেন?
ক) রবীন্দ্রনাথ খ) শরৎচন্দ্র গ) তারাশঙ্কর ঘ) বিভূতিভূষণ
Show Answerখ) শরৎচন্দ্র -
‘মেঘে ঢাকা তারা’ এর পরিচালক—
ক) ঋত্বিক ঘটক খ) সত্যজিৎ রায় গ) তপন সিংহ ঘ) গৌতম ঘোষ
Show Answerক) ঋত্বিক ঘটক -
‘বিদায় অভিশাপ’ নাটকের রচয়িতা—
ক) গিরিশচন্দ্র খ) দীনবন্ধু মিত্র গ) মধুসূদন দত্ত ঘ) শরৎচন্দ্র
Show Answerগ) মধুসূদন দত্ত -
‘আকাশ প্রদীপ’ কোন ধরনের সাহিত্য?
ক) কবিতা খ) নাটক গ) প্রবন্ধ ঘ) উপন্যাস
Show Answerক) কবিতা -
‘সোনার তরী’ কার কাব্য?
ক) রবীন্দ্রনাথ খ) জীবনানন্দ গ) সুকান্ত ঘ) মাইকেল
Show Answerক) রবীন্দ্রনাথ -
‘প্রতিসরণ’ শব্দের অর্থ—
ক) ফিরে আসা খ) অগ্রসর হওয়া গ) বাধা ঘ) সহ্য করা
Show Answerক) ফিরে আসা -
‘গীতাঞ্জলি’ গ্রন্থটি প্রকাশিত হয়—
ক) ১৯০৯ খ) ১৯১০ গ) ১৯১২ ঘ) ১৯১৩
Show Answerগ) ১৯১২