Site icon Bangla MCQ

WB Primary TET: বিভিন্ন মডেল তত্ত্ব ও তার প্রবর্তকের নাম | WB Primary TET model Question in Bengali

WB Primary TET: Banglamcq.org এ আপনাকে স্বাগত। আজ আমরা WB Primary TET এর শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্ন সংক্রান্ত আলোচনা করব।

150 নম্বরের এই পরীক্ষায় থাকবে i) শিশু মনস্তত্ত্ব ও উন্নয়ন ৩০ নম্বর ii) প্রথম ভাষা ৩০ নম্বর iii) দ্বিতীয় ভাষা (ইংরেজি) ৩০ নম্বর iv) অংক ৩০ নম্বর v)পরিবেশ বিজ্ঞান ৩০ নম্বর । প্রশ্ন হবে অবজেক্টি মাল্টিপল চয়েজ টাইপের অর্থাৎ MCQ । প্রতিটি প্রশ্ন থাকবে এক নম্বর এবং কোন প্রকার নেগেটিভ মার্কিং নেই ।

আজকে আমরা শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন মডেল তত্ত্ব ও তার প্রবর্তকের নাম সম্পর্কে আলোচনা করব। কারণ প্রতিবছর Primary TET কিংবা Upper Primary TET এই বিষয়গুলো থেকে বিভিন্ন রকম প্রশ্ন থাকে।

পদ্ম পুরস্কার কী? পদ্ম পুরস্কার 2022 এর সম্পূর্ণ তালিকা 

West Bengal GK in Bengali

অস্কার পুরস্কার কী? অস্কার পুরস্কার ২০২২তালিকা

WB Primary TET Question

বিষয়প্রবর্তক
শিক্ষনের আরোহী চিন্তন মডেলহিলদা টাবা
শিক্ষনের স্মরণ মূলক মডেলজোরি লুকাস
শিক্ষণের অনুসন্ধান মূলক প্রশিক্ষণ মডেলরিচার্ড স্যুচম্যান
শিক্ষনের বৈজ্ঞানিক অনুসন্ধান মডেলজোসেফ জেয়ার
শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব অথবা সংযোজনবাদথর্নডাইক
শিখনের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ববান্দুরা
শিখনের সামাজিক নির্মিতিবাদবাইগটস্কি
প্রোগ্রাম শিখন মডেলবি.এফ. স্কিনার
আত্ম সক্রিয়তা নির্দেশনা পদ্ধতিমহাত্মা গান্ধী
প্রথম প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কথা বলেনপ্লেটো
প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেছিলেনআলফ্রেড বিনে সাইমন
অগ্রণী সাংগঠনিক মডেলডেভিড আসুবেল
ধারণা গঠন মডেল জেরোমি রুনার
শিখন এর শ্রেণী সম্মেলনী মডেল উইলিয়াম গ্লেসার
মৌলিক শিক্ষণ মডেল উইলিয়াম গ্লেসার
শিখনের চিহ্নিত করন তত্ত্ব টলম্যান
বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বস্পিয়ারম্যান
বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্বগিলফোর্ড
বুদ্ধির বাছাই তত্ত্বথমসন
শিশুর জ্ঞানমূল বিকাশের তত্ত্বপিঁয়াজে
শিশুর নৈতিক বিকাশের তত্ত্বকোহলবার্গ
ম্যাক্সিমস অফ টিচিং এর ধারণা দেন কেহবার্ট স্পেন্সার
শিক্ষণ মডেলের ভিত্তি তৈরি করেনরবার্ট গ্লেসার
শিক্ষনের চরিত্র অভিনয় মডেলফ্যানি ও জর্জ স্যাটেল
শিক্ষণের সমাজ অনুরূপ মডেলসারিন বুকক ও গুৎস্কা
শিক্ষনের অনির্দেশিত শিক্ষণ মডেলকাল রজোর্স
শিক্ষণের সচেতনতা প্রশিক্ষণ মডেলউইলিয়াম গর্ডন
শিক্ষণের সাইনেকটিকস মডেলউইলিয়াম গর্ডন
শিক্ষনের বৌদ্ধিক বিকাশ মডেলব্রুনার
সমাজমিতি কৌশল জে.এল মোরেনো
মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেনজোয়ান হাবার্ট
শিক্ষকের প্রজ্ঞামূলক মডেলপিঁয়াজে
টাইপ ওয়ান শিখনপ্যাভলভ
বুদ্ধির দলগত উপাদান তত্ত্বথর্নডাইক
বুদ্ধির তত্ত্ববার্ট ও ভার্নন
বুদ্ধির প্রক্রিয়াকরণ তত্ত্বস্টানবার্গ
ভিখারিয়াস রেইনফোর্সমেন্টবান্দুরা
টাইপ টু শিখনস্কিনার
শিশুকেন্দ্রিক শিক্ষার জনকরুশো
চাহিদারক্রমোচ্চ পর্যায় তত্ত্বম্যাসলো
সমস্যা সমাধান পদ্ধতিজন ডিউই
প্রকল্প পদ্ধতিবিল প্যাট্রিক
কিন্ডার গার্ডেন পদ্ধতিফ্রয়েবেল
বুদ্ধির 3D তত্ত্বজে.পি. গিলফোর্ড

Exit mobile version