Physical Science Question: BanglaMCQ.org এ আপনাকে স্বাগত। আজ থেকে আমরা ভৌত বিজ্ঞান বিষয়ের বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো। আজকের আলোচ্য বিষয় হল স্থির তড়িৎ । দুটো Part এ এই অধ্যায়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো। আজকে আলোচনা করবো Physical Science Question PDF Part 1 ।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু মাত্র সরকারি চাকরির প্রস্তুতির জন্য নয়, সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরাও এই পোস্টের মাধ্যমে স্থির তড়িৎ প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক…..

Physical Science Question
1. তড়িৎ আধানের ব্যবহারিক একক হল- কুলম্ব ।
2. তড়িৎ বিভবের একক হল- ভোল্ট
3. দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বিকর্ষণ বল হবে- এক-চতুর্থাংশ।
4. পরিবাহীতে আধান বাহক হিসাবে কাজ করে- মুক্ত ইলেকট্রন ।
5. নির্জল কোষ একপ্রকার- প্রাথমিক কোষ ।
6. কোষের EMF এর একক হল- ভোল্ট ।
7. তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক হল- অ্যাম্পিয়ার ।
8. প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কে বলে- তড়িৎ প্রবাহ মাত্রা।
9. বিভব পার্থক্য পরিমাপ করা হয়- ভোল্টা মিটার যন্ত্রের সাহায্যে।
10. যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয় সেটি হল- অ্যামিটার ।
11. দৈর্ঘ্য স্থির রেখে পরিবাহীর প্রস্থচ্ছেদ বাড়লে পরিবাহীর রোধ – কমে ।
12. তড়িৎ আধানের মাত্রীয় সংকেত হল- AT
13. দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল কুলম্ব বল মাধ্যমের- তড়িৎ ভেদ্যতা।
14. কোষের EMF পরিমাপের জন্য সর্বোৎকৃষ্ট যন্ত্র হল- পোটেনশিওমিটার ।
15. পৃথিবীর মোট বিভব হল- 0।
16. একটানা তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য ব্যবহার করতে হয় – সঞ্চয়ক কোষ।
17. সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে।
18. সরল ভোল্টিয় কোষের তড়িচ্চালক বলের মান – 1.08V
19. SI পদ্ধতিতে রোধের একক হল- ওহম।
20. সংকট তাপমাত্রা অতি পরিবাহীর রোধ হয়- শূন্য ।
21. ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয়ে যায় – 0 K উষ্ণতায় ।
22. শর্ট সার্কিট হলে R = 0 হয় ।
23. মুক্ত বর্তনীতে R= অসীম হয়।
24. রোধের অনোন্যক হল- পরিবাহিতা ।
25. কোন পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধ -অর্ধেক হবে ।
26. কোন পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধাঙ্ক -একই থাকবে।
27. উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ- বৃদ্ধি পায়।
28. রোদ কুণ্ডলী তৈরি করতে ম্যাঙ্গানিন ব্যবহৃত হয় কারণ -রোধের উষ্ণতা গুণাঙ্ক এর মান বেশি।
29. রোধাঙ্ক এর মান সবচেয়ে বেশি- অন্তরকের ক্ষেত্রে ।
30. উষ্ণতা বৃদ্ধিতে অর্ধ পরিবাহীর রোধাঙ্ক – হ্রাস পায় ।
31. ফিউজ তারের -রোধ বেশি গলনাঙ্ক কম।
32. বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহৃত হয় কারণ- নাইক্রোমের রোধাঙ্ক বেশি এবং উচ্চ গলনাংক বিশিষ্ট।
33. ইলেকট্রিক ইস্ত্রীর কুণ্ডলী কিসের চাদর দিয়ে আবৃত থাকে – অভ্রের ।
34. ইলেকট্রিক বাল্বের কুণ্ডলী তৈরি হয়- টাংস্টেন ধাতু দিয়ে।
35. ফিউজ তার তৈরি হয়- টিন ও সীসার সংকর ধাতু দিয়ে।
36. 1 B.O.T একক = 3.6×106 জুল ।
37. সব থেকে বেশি বিদ্যুৎ বাঁচায়- LED
38. তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হল- ওয়াট।
39. একটি নিদিষ্ট রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য অর্ধেক করা হলে রোধের তড়িৎ ক্ষমতা- এক-চতুর্থাংশ হবে ।
40. বৈদ্যুতিক যন্ত্রের গায়ে তারা চিহ্ন নির্দেশ করে-এনার্জি রেটিং।
41. কিলোওয়াট -ঘন্টা দ্বারা যে ভৌত রাশির পরিমাপ করা হয় তা হল- তড়িৎ শক্তি।
42. LED বাতির উপকরণটি তে – আর্গন ও অসামান্য পারদ বাষ্প।
43. CFL হল – Compact Fluorescant Lamp
44. ল্যাম্প থেকে নির্গত আলোর পরিমাণ নির্ণয়ের একক হ ল- লুমেন ।
45. LED ল্যাম্প -এর ডায়োড এর উপাদান হল- GaAs ও GaRjP
46. নির্দেশক বাতিতে ব্যবহার করা হয় – LED
47. তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল আবিষ্কার করেন- ওরস্টেড ।
48. বৈদ্যুতিক বাতির মিটারে ইউনিট বলতে বোঝায় -BOT একক।
49. একটি কাঁচা লোহার দণ্ড একটি সলিনয়েড এর অভ্যন্তরে প্রবেশ করালে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ- বাড়বে।
50. কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব জানার জন্য ব্যবহৃত হয়- সূচিচুম্বক।