বাংলাদেশ বিষয়ক প্রশ্নোত্তর PDF | Bangladesh in Bengali

বাংলাদেশের (Bangladesh) ভৌগোলিক অবস্থান ২০°৩৪´ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১´ থেকে ৯২°৪১´ দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। দেশটির পূর্ব-পশ্চিমে সর্বোচ্চ বিস্তৃতি ৪৪০ কিলোমিটার এবং উত্তর-উত্তরপশ্চিম থেকে দক্ষিণ-দক্ষিণপূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি ৭৬০ কিলোমিটার।

দক্ষিণ এশিয়ার দীর্ঘতম দুটি নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র যেখানে বঙ্গোপসাগরে মিশেছে সেখানেই কালের পরিক্রমায় গড়ে ওঠে পৃথিবীর বৃহত্তম এই ব-দ্বীপ। এই গঙ্গা-ব্রহ্মপুত্র মোহনা অঞ্চলে প্রায় ৩০০০ বছর বা তারও পূর্ব থেকে যে জনগোষ্ঠীর বসবাস, তা-ই ইতিহাসের নানান চড়াই উৎরাই পেরিয়ে এসে দাঁড়িয়েছে বর্তমানের স্বাধীন রাষ্ট্র “বাংলাদেশ” রূপে। আজ আমরা এই বাংলাদেশ বিষয়ক ৫০টি প্রশ্ন ও উত্তর (Bangladesh in Bengali) আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক। ….

Bangladesh Question and Answer in Bengali

অস্কার পুরস্কার ২০২৫ PDF

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF

অটল সেতু: ভারতের দীর্ঘতম সেতু

পদ্ম পুরস্কার ২০২৪ MCQ

১)বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি?

উত্তর:- পুন্ভ্র।

২)বগুড়া প্রচিন বাংলার কোন জনপদের অন্তরভুক্ত?

উত্তর:- পুন্ভ্র।

৩)বাংলার আদিবাসিগন কোন ভাষার ছিল?

উত্তর:- অস্ট্রিক।

৪)দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কি নামে ডাকা হত?

উত্তর:- দ্রাবিড়।

৫)নৃতাত্নিকভাবে বাংলাদেশে মানুষ প্রধাণত কোন নরগোষ্ঠির অন্তরভুক্ত?

উত্তর:- আদি অস্ট্রলীয়।

৬)আংলাদেশে বসবাসরত আদি অধিবাসিদের বড় অংশ কোনটি?

উত্তর:- মঙ্গলয়েড।

৭)বাংলাদেশে প্রথন দীর্ঘস্থায়ী রাজ বংশের নাম কী?

উত্তর:- পাল বংশ।

৮)বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- গোপাল পাল ।

৯)পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর:- ধর্মপাল।

১০)পাল শাসন আমলে একটি কাব্য হলো।

উত্তর:- রাম চরিতন।

১১)বাংলাদেশের শেষ হিন্দু রাজা কে ছিলেন?

উত্তর:- লক্ষণ সেন।

১২)সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন?

উত্তর:- মুহাম্মদ বিন কাশিম।

১৩)প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন?

উত্তর:- মুহাম্মদ বিন কাশিম।

১৪)সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন?

উত্তর:- ১৭ বার।

১৫)মুহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের মধে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উত্তর:- ১৯৯২ সালে।

১৬) প্রশ্ন:- কোন গোষ্ঠী থেকে বাঙ্গালী জাতীর প্রধান অংশ গড়ে উঠেছে?

উত্তর:- অস্ট্রিক।

১৭) বাংলাদেশের প্রাচীন জাতী কোনটি?

উত্তর:- দ্রাবিড়

১৮)বাংলার আদি জনপদের আদিবাসিরা কোন জাতীর অন্তর্ভুক্ত?

উত্তর:- নিষাদ

১৯)আর্জ জাতী কোন দেশ থেকে এসেছিল?

উত্তর:- ইরান।

২০) আর্জদের আদি বাসস্থান কোথায় ‍ছিল?

উত্তর:- ইউরাল পর্বতের দক্ষিনে তৃণভূমী অঞ্চলে।

২১)আর্জদের ধর্মগ্রন্থের নাম কি?

উত্তর:- বেদ।

২২)মহাবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য্য ছিলেন?

উত্তর:- নালন্দা বিহার।

২৩) রাজতরাঙ্গিনী ইতিহাস প্রন্থের রচয়িতা কে?

উত্তর:- কলহন।

২৪)পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তরভুক্ত ‍ছিল?

উত্তর:- চন্দ্রদ্বীপ।

২৫) কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমান ছিল?

উত্তর:- পদ্মা।

২৬)বর্তমানে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন কালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর:- বঙ্গ।

২৭)পাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝনো হতো?

উত্তর:- কুমিল্লা ও নোয়াখালি অঞ্চল।

২৮)বর্তমানে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রচিনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?

উত্তর:- বঙ্গ।

২৯) বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায়?

উত্তর:- উত্তরবঙ্গ।

৩০)রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ , রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়-

উত্তর:- বরেন্দ্রভূমি।

৩১)প্রচীর বংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল?

উত্তর:- হরিকেল।

৩২)চট্রগ্রাম অঞ্চলের প্রচীন নাম কী?

উত্তর:- হরিকেল।

৩৩) সিলে অঞ্চলের প্রাচীন নাম কী?

উত্তর:- হরিকেল।

৩৪)প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত কোথায়?

উত্তর:- বর্ধমান।

৩৫)প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

উত্তর:- চাঁপাই নবাবগণ্জে।

৩৬)সর্বপ্রথম বঙ্গর উল্লেখ পাওয়া যায়-

উত্তর:- ঐতেরেয় আরন্যক।

৩৭)হিউয়েন সাং কে ছিলেন?

উত্তর:- চীনা পরিব্রাজক।

৩৮)মাহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন?

উত্তর:- ব্যাবিলণ।

৩৯)বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন?

উত্তর:- এরিস্টটল।

৪০)মেঘদূত কাব্য কার লেখা?

উত্তর:- মাহাকবি কালিদাস।

৪১)অমরমোষ কি জাতীয় গ্রন্থ?

উত্তর:- অভিধান।

৪২)বংলায় প্রথম চৈনিক পরিব্রাজক কে?

উত্তর:- ফাফ হিয়েন।

৪৩)চীনা পরিব্রাজক ফা হিয়েন কখন ভারত বর্ষে অবস্থান করেন?

উত্তর:- ৪০১ থেকে ৪১০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

৪৪)বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর:- নালন্দা।

৪৫)প্রাচীন বাংলয় কতটি রাজ্য ছিল?

উত্তর:- ২টি।

৪৬)প্রাচীনকালে এদেশের নাম কী ছিল?

উত্তর:- বঙ্গ।

৪৭)প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় বাজ্য প্রতিষ্টা করেন কে?

উত্তর:- শশাঙ্ক।

৪৮)কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন?

উত্তর:- শশাঙ্ক।

৪৯)বংলার প্রথম ও স্বার্বভৌম রাজা হলেন।

উত্তর:- শশাঙ্ক।

৫০)চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর শিক্ষাগুরু কে ছিলেন্?

উত্তর:- শীলভদ্র।

One thought on “বাংলাদেশ বিষয়ক প্রশ্নোত্তর PDF | Bangladesh in Bengali

Leave a Reply